এনএসএস এর প্রশিক্ষণ শিবির ত্রিপুরায়

17th January 2020 অনান‍্য
এনএসএস  এর প্রশিক্ষণ শিবির ত্রিপুরায়



   জাঁক জমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো ৭ দিনব্যাপী তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে NSS এর বিশেষ প্রশিক্ষণ শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরো পরিষদ এর পৌর পিতা নিতীন কুমার সাহা, পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন রূপক সরকার, বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি অরুন দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির দেবনাথ সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে পৌর পিতা নিজ প্রতিক্রিয়ায় বলেন যে-ছাত্রছাত্রীরা NSS এর কাজকর্ম যদি মনোযোগ সহকারে করে তবেই একজন প্রকৃত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে। তাছাড়া তিনি আরো বলেন বর্তমান যুগে প্রাচীন অনেক সভ্যতা হারিয়ে গেছেসেগুলিকে ধরে রাখতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাছাড়া  NSS সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার জগন্নাথ সূত্রধর নিজ প্রতিক্রিয়ায় বলেছে যে- জাতীয় সেবা প্রকল্প মূলত গান্ধীজি ও স্বামী বিবেকানন্দের আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।  তিনি আরো জানান এই অনুষ্ঠান চলবে সাতদিন পর্যন্ত, সাত দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে  নানা রকম সামাজিক কর্মসূচি এরমধ্যে উল্লেখযোগ্য হল- সাফাই অভিযান,
রক্তদান সহ আরো অনেক কর্মসূচি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

                       ছবি - ভানুময় চন্দ





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।